Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বত্যাঞ্চলে অসহায়দের জন্য সেনাবাহিনীর ‘এক মিনিটে এক টাকার বাজার’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৪:০৮ পিএম | আপডেট : ৪:৪৪ পিএম, ১১ ডিসেম্বর, ২০২১

পাহাড়ে হতদরিদ্র পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার পার্বত্য জেলা রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং বাজার এলাকায় ‘এক মিনিটে এক টাকার বাজার’ পরিচালনা করে সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে এবং সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হয়।

অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্ণেল বি এম আশিকুর রহমান। বরকল উপজেলার শুভলং ইউনিয়নের সুবিধা বঞ্চিত ২০০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পণ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এক মিনিটে এক টাকার ওই ভাসমান বাজারে ৪০০ কেজি চাল, ৪০০ কেজি ডাল, ৪০০ কেজি আটা ও ২০০ কেজি সুজি, ২০০ কেজি লবণ, ১০০ কেজি ভোজ্যতেল, ২০০ পিস কম্বল, ২০০ জোড়া জুতা, ২০০পিস টি-শার্ট, ৩৫টি ছাতা, ১৬০টি লুঙ্গি ছাড়াও ২৫০পিস শীতবস্ত্রসহ, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের পোশাক, শার্ট, থামিসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অসহায়দের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ