Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকার দুই ডোজ যথেষ্ট নয় ওমিক্রন রুখতে!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১০:০৯ এএম

কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর তথ্য এবং ৫৮১ জন ওমিক্রনে আক্রান্ত রোগীর তথ্য নিয়ে ইউকেএইচএসএ বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করেছে। নতুন ভ্যারিয়্যান্টের বিপক্ষে করোনার টিকা কতটা কার্যকর তা দেখার চেষ্টা করা হয়েছে।

এ সীমিত পরিমাণ তথ্যের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা গেছে, নতুন ভ্যারিয়্যান্টের বিপক্ষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা কম কার্যকর এবং ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকার কার্যকারিতা আরও কম।

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্ট রুখতে কোভিড টিকার দুই ডোজ যথেষ্ট নয় বলে সতর্কতা জানিয়েছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ ছাড়া ওমিক্রন ও ডেলটা ভ্যারিয়্যান্ট নিয়ে করা প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে—নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন প্রতিরোধে টিকার কার্যকারিতা কম। কিন্তু, তৃতীয় বুস্টার ডোজ নেওয়া ৭৫ শতাংশ মানুষ কোভিড উপসর্গে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যাচ্ছেন।

শুক্রবার যুক্তরাজ্যে নতুন করে ৪৪৮ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়্যান্টের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে এ ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬৫ জনে। এদিন মোট করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ১৯৪ জন। এক দিনে আক্রান্তের হিসেবে গত ৯ জানুয়ারির পর থেকে এটিই সর্বোচ্চ।

দুই থেকে তিন দিন পরপর যুক্তরাজ্যে ওমিক্রন শনাক্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বলছে, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ দেশটির করোনায় আক্রান্তদের অর্ধেকের বেশি হবে ওমিক্রন। আর, এ বৃদ্ধির গতি যদি এমন থাকে, তাহলে ডিসেম্বরের শেষ নাগাদ দৈনিক আক্রান্ত লাখ ছাড়িয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ