Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৯:৩৯ এএম

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ হজাার ৬০২ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৫৫ হাজার ৬৮৩ জন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৯৯১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ১০ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৮১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৭৪ জন। জার্মানিতে আক্রান্ত ৫৮ হাজার ৯৬৯ এবং মৃত্যু ৪৯৬, যুক্তরাজ্যে আক্রান্ত ৫৮ হাজার ১৯৪ এবং মৃত্যু ১২০, রাশিয়ায় আক্রান্ত ৩০ হাজার ৮৭৩ এবং মৃত্যু ১ হজার ১৭৬, পোল্যান্ডে আক্রান্ত ২৪ হাজার ৯৯১ এবং মৃত্যু ৫৭১, ইতালিতে আক্রান্ত ২০ হাজার ৪৯৭ এবং মৃত্যু ১১৮, দক্ষিণ আফ্রিকা আক্রান্ত ১৯ হাজার ১৭ এবং মৃত্যু ২০ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ