Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন পাসপোর্টে কানাডা গেলেন ডা. মুরাদ?

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান কানাডা গেছেন। পদত্যাগের পর মাত্র দুইদিনের মধ্যে তিনি এত দ্রুত কীভাবে কানাডা গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ডা. মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আর ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এত দ্রুত কীভাবে তিনি কানাডার ভিসা পেলেন? তার কাছে কি আগেই কানাডার ভিসা ছিল? কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডা গেলেন? এমন নানা প্রশ্ন উঠেছে।

জানা যায়, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রী থাকাকালে চলতি বছর সেপ্টেম্বরে কানাডা সফর করেন। সেই সময় প্রতিমন্ত্রী মুরাদ আটদিন কানাডায় ছিলেন। কানাডায় তিনি তখন মন্ট্রিল, অটোয়া, টরন্টো, কুইবেক, ভ্যাংকুভারসহ বেশ কয়েকটি শহরে যান। বিভিন্ন শহরে বেশ কয়েকটি সেমিনারেও অংশ নেন তিনি। কানাডা থেকে দেশে ফিরে অক্টোবর মাসে আবার যুক্তরাষ্ট্র সফরে যান তিনি।
সূত্র জানায়, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকায় ডা. মুরাদ লাল পাসপোর্ট বহন করতেন। এখন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল রয়েছেন। সে কারণে তিনি এখনো লাল পাসপোর্ট ব্যবহার করতে পারেন। বিদেশে সরকারি সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা লাল পাসপোর্ট ব্যবহার করলেও, সেজন্য জিও (সরকারি আদেশ) প্রয়োজন হয়ে থাকে। আর সংসদ সদস্যদের লাল পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদের অনুমতির প্রয়োজন হয়ে থাকে। এখন যেহেতু সংসদ অধিবেশন চলছে না, সে কারণে সংসদ সদস্য হিসেবেও লাল পাসপোর্ট নিয়ে ডা. মুরাদ হাসান দেশ ত্যাগ করতে পারেন।

ডা. মুরাদের এত দ্রুত দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আচ্ছা, ডা. মুরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার উদ্দেশে প্লেনে চড়ে বসলেন! বিষয়টা এতো সহজ হলো কেমনে? বাংলাদেশের কতোজন মন্ত্রী, এমপি, রাজনীতিক, ব্যবসায়ী আগে থেকেই এ ধরনের ব্যবস্থা করে রেখেছেন? যারা বড় বড় কথা বলেন, তাদের সবারই কী এ রকমের আরেকটা জায়গা ঠিক করা আছে- যে চাইলেই লাফ দিয়ে সেখানে চলে যেতে পারবেন!

ডা. মুরাদ কয়েক মাস আগে কানাডা এসেছিলেন, তখন তিনি প্রতিমন্ত্রী। সেই সময় তিনি সরকারি পাসপোর্টে ভ্রমণ করেছেন। তার ব্যক্তিগত পাসপোর্টেও কী কানাডার ভিসা আগে থেকেই ছিল? তিনি কী দুটি পাসপোর্টই ব্যবহার করতেন! সেটি কী তিনি পারেন? তা না হলে হুট করেই তিনি কানাডার ভিসা পেয়ে গেলেন কীভাবে?’
এদিকে গত বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগেই জানিয়েছিলেন, ডা. মুরাদ বিদেশে থাকবেন নাকি, দেশে থাকবেন, সেটা তার ব্যাপার। বিদেশে যেতে তার বাঁধা নেই। পরে ওইদিন দিবাগত রাত ১টা ২১ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি ছাড়ার নির্ধারিত সময় ছিল ১১টা ২০ মিনিটে। তবে ছাড়ার সময় তিন দফা পেছানো হয়। প্রথমে ১২টায় ও পরে সাড়ে ১২টায়, সবশেষে ১টায় ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়। ইমিগ্রেশন সূত্র জানায়, ডা. মুরাদকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। কর্মকর্তারা তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। কোনো নিষেধাজ্ঞা না থাকায় শেষ পর্যন্ত কর্মকর্তারা তাকে ছেড়ে দেন।
এর আগে রাত ৯টার দিকে বিমানবন্দরে আসেন ডা. মুরাদ। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষমাণ ছিলেন। পদ হারানোর পর থেকে দেশত্যাগের আগ পর্যন্ত তিনি গণমাধ্যম এড়িয়ে চলেন।



 

Show all comments
  • Akram Haque ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৭ এএম says : 0
    লাল পাসপোর্ট হয়তো দিয়েছে
    Total Reply(0) Reply
  • MD Khairul Islam ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৭ এএম says : 0
    একজন দেশদ্রোহী বদমাইশ কিভাবে দেশ থেকে পালায় এটা জানতে চায় এই জাতি। অবশ্যই কেউ তো সাহায্য করেছে তাকে কে সে। সে কোন বাহিনীর হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে সে পুলিশ হউক আর আর্মি হউক কিংবা বিমান বাহিনী হউক আর কোন মন্ত্রী হোক তাকে ছাড় দেওয়া যাবে না।
    Total Reply(0) Reply
  • Jahangir Alam ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৭ এএম says : 0
    আওয়ামীলীগ পাসপোর্ট এ গেছে এটা নিয়ে এত টানা টানি কি জন্য
    Total Reply(0) Reply
  • Habibullah Rahmany ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৮ এএম says : 0
    সে যতগুলো জঘন্য অপরাধ করেছে,তার বিরুদ্ধে একটি মামলা হলনা, লীগ নেতা না হয়ে যদি অন্য দলের হত, তাহলে তার বিরুদ্ধে কম করে হলেও ৬৪ টি মামলা হত, এবং শুরুতে দেশ ত্যাগ না করার নোটিশ আসত।
    Total Reply(0) Reply
  • Mdmamun Bsc ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৮ এএম says : 0
    জাতি তো তার বিচার দেখতে চেয়েছিলো।
    Total Reply(0) Reply
  • Jewel NY ১১ ডিসেম্বর, ২০২১, ৭:০৮ এএম says : 0
    এই সমস্ত দেশে কিছু কিছু ভিসা আছে একবার আবেদন করলে একেবারে পাঁচ বছরের জন্য দেয়া হয়। যখন খুশি তখন আসা যাওয়া করা যায়। বার বার ভিসার জন্য আবেদন করতে হয় না। আর ওর যদি ওই দেশের পাসপোর্ট থাকে তাইলে তো কথাই নাই।
    Total Reply(0) Reply
  • আহম্মদ ১১ ডিসেম্বর, ২০২১, ১০:২৪ এএম says : 0
    পয়সার মাধ্যমে কানাডার বিজনেস মিইগ্রাশন কোরা যায়। তাঁর সম্ভবত কানাডার পাসপোর্ট আছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুরাদ হাসান

১৪ ডিসেম্বর, ২০২১
১৩ ডিসেম্বর, ২০২১
১২ ডিসেম্বর, ২০২১
৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ