Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ হয়ে কাজে ফিরলেন অভিনেতা সিদ্দিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। গত ৮ ডিসেম্বর মাওলা খাঁটি সরিষার তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য তিনি ভারতের বেঙ্গুলুরুতে যান। সেখানে হার্টের চিকিৎসা করে দেশে ফিরেছেন। ফিরেই একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে কাজে যোগ দিয়েছেন। অভিনেতা সিদ্দিক বলেন, অবশেষে আমি আমার প্রিয় কর্মস্থলে ফিরেছি। ৮ দিন বেঙ্গালুরু থাকার পর দেশে ফিরেছি। এই সময়টাতে অনেক মানুষের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি, যা বলে শেষ করা যাবে না। সবার প্রতি আমি কৃতজ্ঞ। কাজে ফিরতে পেরে ভাল লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ