মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরের প্রধান কার্যালয়ে একটি খামে সন্দেহজনক সাদা দ্রব্য পাওয়ার পর কার্যালয়টি খালি করে ফেলা হয়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র জানান, দুজন স্বেচ্ছাসেবী ম্যানহ্যাটনের একটি প্রচারণা কার্যালয়ে প্রথম ওই দ্রব্যগুলো দেখতে পান, সেখান থেকে তারা ব্রুকলিনে হিলারি প্রচারণা শিবিরের প্রধান কার্যালয়ে সেগুলো নিয়ে যান। এর পরপরই ব্রুকলিনের একটি ভবনের ১১ তলায় অবস্থিত ওই কার্যালয় থেকে সবাইকে সরিয়ে নেয় পুলিশ। মোট চারজন ওই দ্রব্যের সংস্পর্শে এসেছেন বলে জানিয়েছে পুলিশ, তবে এতে তাদের কারো কোনো ক্ষতি হয়নি এবং তাদের কেউ অসুস্থ হয়েছেন বলেও কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রব্যগুলো পরীক্ষা করছে ও ঘটনাটি তদন্ত করে দেখছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।