মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন করার অনুমতি চেয়েছে রাশিয়া। আর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশটিতে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিষয়টিকে নাকচ করে দেয়া হয়েছে। অন্য রাজ্যগুলোও একই ধরনের কথা ভাবছে বলে জানা গেছে। জানা গেছে, ওকলাহোমা, টেক্সাস ও লুসিয়ানা অঙ্গরাজ্য রাশিয়ার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। এদের মধ্যে লুসিয়ানা রাজ্যের স্টেট সেক্রেটারি টম সেল্ডার এক চিঠিতে কাউন্সিল জেনারেল আলেকজান্ডার জাখরোভকে জানান, সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় আমাদের অফিসে এমনিতেই কর্মী সংকট চলছে। অন্য সময় হলে আমরা আপনাদের আমন্ত্রণ জানাতে পারলে খুশি হতাম। অন্যদিকে, ওকলাহোম ও টেক্সাস সরাসরি বিষয়টিতে আপত্তি জানিয়ে বলে, আপনাদের আমন্ত্রণ জানাতে পারা আমাদের জন্য সম্মানের হতো। কিন্তু আমাদের রাজ্যের আইনের কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমাদের আইনে স্পষ্ট বলা আছে, ভোটের দিন কোনো ভোটকেন্দ্রে ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তারা ছাড়া আর কেউ থাকতে পারবেন না। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।