মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনেছেন, তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। স্থানীয় সময় গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেট্টিসবার্গ এলাকায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন রিপাবলিকান দল মনোনীত প্রার্থী। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার জনসংযোগকে বাধাগ্রস্ত করতে প্রত্যেক নারী মিথ্যা বলেছে। তা (যৌন হয়রানির অভিযোগ) পুরোপুরি বানোয়াট। ওই ধরনের ঘটনা কখনো ঘটেনি। নির্বাচন সম্পন্ন হলে এসব মিথ্যাবাদীর বিরুদ্ধে মামলা করা হবে। ট্রাম্প বলেন, ফোনে একটু কথা বললেই বড় খবর হয়ে প্রকাশ করা হয়েছে। আর এ ক্ষেত্রে কোনো বস্তুগত ভিত্তি আছে কি না তার খোঁজ নেয়া হচ্ছে না। গত দুই সপ্তাহে অন্তত ১০ জন নারী অভিযোগ করেছেন যে, ট্রাম্প তাদের শরীরে অসৌজন্যমূলকভাবে হাত দিয়েছেন। ২০০৫ সালের একটি ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পর থেকে ওই নারীরা এ ধরনের অভিযোগ আনেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।