Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে ফিরতে চায় ব্রিটেন

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে অভিপ্রায় ব্যক্ত করে বলেছেন, ব্রিটেন চায় ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হতে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সাথে আলাপকালে তেরেসা মে একথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গেলেও দেশটির সাথে কাজের সম্পর্ক ভালো আছে বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর। সম্মেলন শুরুর প্রাক্কালে এ কথা উল্লেখ করেন মারকেল। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের প্রথম দিন ছিল গত বৃহস্পতিবার। সেইদিনের কথা উল্লেখ করে মারকেল বলেন, আমাদের জন্য এটা আসলেই একটা ভালো বার্তা। এ সম্মেলনে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে প্রথমবারের মতো অংশ গ্রহণ করলেন। এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসীর প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া। গত বছর ১০ লাখ অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশ করেছে। তাই সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিতে সিদ্ধান্তে পৌঁছাবেন তারা। আর কবে নাগাদ শেনজেন দেশগুলোর মধ্যে ক্ষণস্থায়ী চেকপোস্টগুলো সরিয়ে নেয়া হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে এই সম্মেলনে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ না রাখলে সেটার ভয়াবহ পরিণাম তাদের ভোগ করতে হবে। তাই ব্রিটেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের সাথে আলোচনাটা মোটেও সহজ হবে না। আলোচনা শেষে ইইউ-এর শীর্ষ নেতাদের ব্রিটেনের ইইউ ছাড়ার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন। নেতারা জানান এটা ব্রিটেনের জনগণের হাতেই আছে। তবে তারা যদি ফিরে আসে তাহলে আমরা খুশিই হবো। সিরিয়ায় অভিযান চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের পরিকল্পনা করছিল ইউরোপীয় ইউনিয়ন। ইতালির শক্ত বিরোধিতার কারণে এ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় তারা। মারকেল এ প্রসঙ্গে বলেন, আলেপ্পোতে যদি এরপরও বিমান হামলা চলতে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের কিছু করার ছিল, যা করিনি। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউতে ফিরতে চায় ব্রিটেন

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ