Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপালসহ ৯ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৪ এএম

সরকারি স্কুলের প্রিন্সিপালসহ ৯ জন শিক্ষকের বিরুদ্ধে ৪ শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের অলওয়ারে। এত দিন ধরে ঘটনার কথা ঢাকাচাপা দিয়ে রাখলেও, সম্প্রতি তা প্রকাশ্যে চলে আসে। এক ছাত্রী কিছুতেই স্কুলে যেতে চাইছিল না। বাড়ির লোকের উপর্যুপরি প্রশ্নের মুখে ভেঙে পড়ে সে জানায় গোটা ঘটনা। দশম শ্রেণির ছাত্রীটি বলে, কী ভাবে এক বছরেরও বেশি সময় ধরে স্কুলের অধ্যক্ষ এবং তিন শিক্ষকের লালসার শিকার হতে হয়েছে তাকে। এহ বাহ্য, দুই শিক্ষিকা ঘটনার ভিডিও রেকর্ডিং করেছেন বলেও বাড়িতে জানায় নিগৃহীতা। অলওয়ারের মন্ধানা থানার স্টেশন ইনচার্জ মুকেশ যাদব জানিয়েছেন, তিনটি পৃথক মামলা নথিভুক্ত করে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সামনে হাজির হয় আরও তিন ছাত্রী। তাদের এক জন ষষ্ঠ শ্রেণির, এক জন চতুর্থ এবং এক জন তৃতীয় শ্রেণির পড়ুয়া। প্রত্যেকেরই অভিযোগ, অধ্যক্ষ ও শিক্ষকেরা মিলে তাদের দলবেঁধে ধর্ষণ করেছেন। ঘটনার কথা বাইরে জানালে খুনের হুমকিও দেওয়া হয় তাদের। চার জন পড়ুয়া স্কুলের অধ্যক্ষ ও ন’জন শিক্ষকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে। এক ছাত্রী পুলিশকে জানিয়েছে, যখন সে ঘটনার কথা স্কুলেরই এক শিক্ষিকাকে জানায়, তখন তাকে বিভিন্ন লোভ দেখানো হয় যাতে সে পুলিশে না যায়। এমন কি ছাত্রীদের স্কুলের বেতন প্রদান করা এবং বইপত্র কিনে দেওয়ার কথাও দেন ওই শিক্ষিকা। পাশাপাশি পড়ুয়ার অভিযোগ, শিক্ষিকা তাকে হুমকি দেন, ঘটনার কথা পাঁচ কান হলে বিপদে পড়তে হবে। ওই ছাত্রী পুলিশকে আরও জানিয়েছে, এই ঘটনার পরও একাধিক বার ওই শিক্ষিকা তাকে অভিযুক্ত অধ্যক্ষের বাড়িতে নিয়ে গিয়েছেন। সেখানে অধ্যক্ষ ও শিক্ষকরা প্রত্যেকেই মত্ত অবস্থায় থাকতেন। সেখানেই সবাই মিলে ছাত্রীর উপর শারীরিক নিপীড়ন চালাতেন। এরই মধ্যে এক ছাত্রীর বাবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে স্কুলে যান। অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। কিন্তু অধ্যক্ষ তাকে উল্টে হুমকি দেন বলে অভিযোগ। বলেন, আমার ভাই রাজ্যের মন্ত্রী। অভিযোগ করলে প্রাণে মেরে ফেলতেও কসুর করা হবে না। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন অলওয়ারের সেই সরকারি স্কুলের অধ্যক্ষ। তার দাবি, এমন কোনও ঘটনার কথা তার জানা নেই। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ