Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চেহারার মিলে ৭২ ঘণ্টায় ৫ বার গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৪ এএম

আইনি মারপ্যাঁচে না হলেও একটা অপরাধ অবশ্য তার আছে। তা হলো, জেল থেকে পালানো আসামির সঙ্গে তার চেহারার মিল। আর এই মিলই কাল হলো তার। এ জন্য বারবার পুলিশের খপ্পরে পড়তে হয়েছে তাকে। চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের বাইচেঙে এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, চলতি বছরের ১৮ অক্টোবর কারাগার থেকে ঝু জিয়ানঝিয়ান নামে এক কয়েদি পালিয়ে যান। ওই কয়েদিকে ধরিয়ে দিতে পুলিশ প্রথমে দেড় লাখ ইউয়ান ও পরবর্তীতে ৭ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাঢ় নীল জ্যাকেট পরা এই যুবকের চেহারার আদল একদম ওই কয়েদির মতো। এমনকি তাদের চুলের স্টাইলও এক। আর চেহারার এই মিলই কাল হলো তার। পুরস্কারের লোভে মানুষ পুলিশের কাছে ওই যুবকের খবর পৌঁছে দেয় কৌতুহলী জনতা। ফলে কোনো অপরাধ না করেই বারবার পুলিশের খপ্পরে পড়েন তিনি। এদিকে চীনের মাইকো ব্লগিং সাইট ওয়েবোতে নেটিজেনরা ওই যুবকের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, তার নিজের পরিচয় সঙ্গে নিয়ে ঘোরা উচিত। চীনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝু জিয়ানঝিয়ানকে কারাদ- দেন জিলিনের একটি আদালত। ২০১৩ সালে উত্তর কোরিয়ায় ডাকাতি করে চীনে পালিয়ে আসেন তিনি। ২০১৩ সালেই তাকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল। গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৭২ ঘণ্টায় ৫ বার গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ