Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি লিগ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৭:১৪ পিএম

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির খুলনা বিভাগীয় পর্যায়ের বালক বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর জেলা। উত্তেজনাপূর্ন ম্যাচে তারা ৩৪-৩৩ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে। যশোর প্রথমার্ধে ২১-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা। তারা ৬৯-১৭ পয়েন্টে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে।

ম্যাচের প্রথমার্ধ্বে নড়াইল ৩ বোনাস ও ৮ লোনাসহ ৪৩ পয়েন্ট অর্জন করে। অপর দিকে ঝিনাইদহ মাত্র ৬ পয়েন্টে অর্জন করে।
পুরস্কার বিতরণ করেন পুলিশের খুলনা বিভাগের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে বিশেষ ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী। এসময় পুলিশ সুপার (পিবিআই) রেশমা শারমিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ