Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হচ্ছেন হাজারো আফগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হচ্ছেন হাজারো আফগান। তালেবান ক্ষমতায় আসার পর, আশঙ্কাজনকহারে বেড়েছে এ সংখ্যা। ক্ষুধা, তৃষ্ণা আর জীবনের অনিশ্চয়তা কাটাতে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। নরওয়েভিত্তিক শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, গত তিন মাসে অবৈধ পথে ইরানে প্রবেশ করেছেন কমপক্ষে ৩ লাখ মানুষ। অভিবাসনের ইচ্ছুক এক আফগান জানান, ইরানে যেতে চাই। এখানে কোনো কাজ নেই। দরিদ্রতা আমাদের নিত্যসঙ্গী। পরিবারের সবাই না খেয়ে আছি। এর আগেও বেশ কয়েকবার ইরানে যাবার চেষ্টা চালিয়েছি। কিন্তু সফল হইনি। আজকে আবার চেষ্টা করে দেখি। আরেকজন অভিবাসনপ্রত্যাশী জানান, সীমান্ত পাড়ি দিতে গিয়ে একবার পায়ে গুলি খেয়েছি। সে সময় পালিয়ে আবার আফগানিস্তানে ফিরে যাই। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই সীমান্তে উল্লেখযোগ্যহারে বেড়েছে অভিবাসন প্রত্যাশীদের ঢল। পরিসংখ্যান বলছে, গেল তিন মাসে তিন লাখের বেশি আফগান পাড়ি জমিয়েছে ইরানে। এখনও প্রতিদিন প্রায় ৪-৫ হাজার মানুষ ভিড় করছেন সীমান্ত এলাকাগুলোতে। এক পাচারকারী জানায়, আগে সপ্তাহে ৫০-৬০ জনকে পার করতাম। কিন্তু তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে গেল তিন মাসে প্রায় ৫০০ পরিবারকে এই সীমানা পার করিয়েছি। উল্লেখ্য, দুই দশকের অস্থিতিশীলতায় পার্শ্ববর্তী ইরানে প্রবেশ করেছে ৩০ লাখের বেশি আফগান। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত অন্তত ১১ লাখ আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটি। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ