Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার মাঝি মাদক মামলার আসামি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১১:১৫ এএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাদক মামলার এক আসামিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে রোববার (০৫ ডিসেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়নগুলোতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে।

সুলতানপুর ইউনিয়নে মনোনয়ন পাওয়া শেখ ওমর ফারুক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দায়ের করা একটি মাদক মামলার আসামি। ঢাকায় ফারুক ও তার বাবা ফিরোজুর রহমানের মদের বারের ব্যবসা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি সুলনতানপুরসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুলতানপুরের বর্তমান চেয়ারম্যান ফারুককেই দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তার বাবা ফিরোজুর রহমান বিগত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

গত ৫ আগস্ট ঢাকার শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা র‌্যাবের একটি মামলার ৬ নম্বর আসামি শেখ ওমর ফারুক। র‌্যাব-২, সিপিসি-১ এর নায়েক সুবেদার মো. সামছুল আলম মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার সাংবাদিকদের জানান, কেন্দ্রে পাঠানো প্রার্থীদের তালিকায় কার কী অবস্থান- সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে। তৃণমূলের মতামতও তুলে ধরা হয়। কেন্দ্রীয় নেতারা ওই তালিকার পাশাপাশি বিভিন্নভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ