Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী প্রতীক নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ৫

গৌরীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৯:৪৫ পিএম

নিজের পছন্দের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের প্রতীক নিয়ে এলাকায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ২ সমর্থক। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার শ্যামগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তি সিধলা ইউনিয়নের হুনুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে রবিকুল ইসলাম (৪০)ও আহত হয়েছেন একই গ্রামের কছুম উদ্দিনের ছেলে সজিব মিয়া(৩০)। আহতরা হলেন তাহের উদ্দিনের ছেলে মোখলেছ উদ্দিন, চান মিয়ার ছেলে স্বপন ও হযরত আলীর ছেলে কিরণ। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর দুজন স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জানা গেছে, মঙ্গলবার ছিল ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন। উপজেলার সিধলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী বর্তমান মেম্বার জামালের প্রতীক আনতে অটোরিকশায় চড়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে যান তাঁরা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি কর্মী-সমর্থকদের নিয়ে গৌরীপুর থেকে নিজ ইউনিয়নে ফিরছিলেন। তাঁর শোডাউনের বহরটি শ্যামগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় জারিয়া থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে রবিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় মোখলেস উদ্দিনের একটি পা ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে, হাসপাতালে নেওয়ার পর তাঁর অপর পা’ও কেটে ফেলতে হয়। এ ছাড়া সজিবের শারীরিক অবস্থাও গুরুতর। তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতীক নিয়ে ফেরার পথে স্লোগান ও এক বিশেষ বাঁশির ভুভু শব্দে ট্রেনের আওয়াজ শুনতে পাননি অটোচালক। গৌরীপুর-শ্যামগঞ্জ ব্যস্ততম সড়কের ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

সিধলা ইউপির চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ