Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দুই দিন পর দেখা মিলল সূর্যের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১০:১৩ এএম

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে গত দুই দিনে ঢাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীতে টানা ১২ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ডিসেম্বরে একদিনে বৃষ্টিপাতের গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন রোববার (৫ ডিসেম্বর) হয়েছিল ৪২ মিলিমিটার বৃষ্টি।

টানা বৃষ্টিপাতের কারণে আড়ালে পড়ে যায় সূর্য। মুখ ভার করা আকাশ যেন দুপুরেই সন্ধ্যা নামিয়ে দেয়। পথ চলতে হেডলাইট জ্বালাতে হয় যানবাহনের।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে গত দুই দিনে ঢাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীতে টানা ১২ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ডিসেম্বরে একদিনে বৃষ্টিপাতের গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন রোববার (৫ ডিসেম্বর) হয়েছিল ৪২ মিলিমিটার বৃষ্টি।

টানা বৃষ্টিপাতের কারণে আড়ালে পড়ে যায় সূর্য। মুখ ভার করা আকাশ যেন দুপুরেই সন্ধ্যা নামিয়ে দেয়। পথ চলতে হেডলাইট জ্বালাতে হয় যানবাহনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ