Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাপ্তবয়স্ক হওয়ার উৎসব করলেন জাপানের রাজকন্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

জাপানের রাজকন্যা আইকো প্রাপ্তবয়স্ক হওয়ার উৎসব উদযাপন করেছেন। রবিবার টোকিওর রাজপ্রাসাদে এই উৎসব অনুষ্ঠিত হয়। গত বুধবার ২০ বছরে পা দিয়েছেন তিনি। সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর একমাত্র মেয়ে আইকো। তবে তিনি জাপানের সিংহাসনের উত্তরাধিকারী নন। দেশটির আইন অনুসারে কেবল পুরুষেরাই সিংহাসনে বসতে পারেন। জন্মদিনের উৎসবে দীর্ঘ সাদা পোশাকে যোগ দেন রাজকন্যা আইকো। তার জন্মদিনে রাজ পরিবারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি এমন একজন প্রাপ্তবয়স্ক হতে চান যিনি অন্যদের সেবা করবেন। আইকো বলেন, ‘আজকের দিন পর্যন্ত যাত্রায় যারা আমার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ রাজকন্যা আইকো বলেন, কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বে বহু মানুষের প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক। তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সব মানুষই একটি শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত জীবন যাপন করতে পারবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানের রাজকন্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ