বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ কর্মী মোস্তাকিম আহমদ (২৪)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে মারাত্বক আঘাত রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টায় উপজেলার গোবিন্দগঞ্জে। এ ঘটনায় আহতের পিতা বাদী হয়ে পরদিন ছাতক থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের একদিনের মধ্যে তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মালয়েশিয়া ফেরত আহত মোস্তাকিম আহমদ এখানের ছাত্রলীগের রাজনীতি করতো। যাদের সাথে সে রাজনীতি করতো আর করবেনা বলে ৭মাস পূর্বে তাদেরকে জানায়। এর পর থেকে তাকে বিভিন্ন ধরণের ওরা হুমকি-ধামকি দিয়ে আসছিল। পরে তাদের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ করে মোস্তাকিম। গত ৪ ডিসেম্বর রাত আটটার দিকে গোবিন্দগঞ্জ থেকে পার্শ্ববর্তী ব্রাক্ষণগাঁও তকিপুর নিজ বাড়িতে যাওয়ার পথে আনোয়ারা কমপ্লেক্সের সামনে পৌঁছা মাত্র পরিকল্পিত ভাবে মোস্তাকিমের উপর হামলা চালানো হয়। এলোপাথারী মারধরে তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে মারাত্বক আহত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালের ৩য় তলায় ১১নং ওয়ার্ডের ৩ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় রোববার (৫ডিসেম্বর) আহত মোস্তাকিমের পিতা আবদুল গফুর বাদী হয়ে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মৃত আয়বর আলীর ছেলে আবদুল গফফারকে প্রধান আসামী করে পাঁচজনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-৬) দায়ের করেন।
রোববার দিবাগত গভীর রাতে ছাতক থানা পুলিশ জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মামলার দুই নম্বর আসামী, তকিপুর গ্রামের মদরিছ আলীর ছেলে মুনছুর আহমদ, তিন নম্বর আসামী ও একই গ্রামের এশরাদ মিয়ার ছেলে মাহবুব আহমদ, পাঁচ নম্বর আসামী, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বানারশিপুর গ্রামের মমশ্বির আলীর ছেলে শাহান উদ্দিন।
এদিকে, মোস্তাকিমের উপর হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে রোববার দুপুরে গোবিন্দগঞ্জে এক বিক্ষোভ মিছিল বের করে তার সহকর্মীরা। থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহিন উদ্দিন বলেন, মামলার এজাহারভূক্ত পাঁচজনের মধ্যে তিনজন আসামীকে রোববার গভীর রাতে জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।