Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় জাওয়াদের পানির নিচে কৃষকের স্বপ্ন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৪:২৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপ ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নি¤œচাপে পরিনত হওয়ার প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়ার প্রায় ১৬ হাজার হেক্টর জমির পাঁকা/আঁধাপাঁকা আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গছে/মাটিতে শুয়ে গেছে। ২ দিন ধরে টানা বৃষ্টি এবং জোয়ারের প্রায় ২/৩ ফুট পানিতে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। পানি নামতে বিলম্ব হলে বড় ধরনের ক্ষয় ক্ষতির আশংকা প্রকাশ করেছেন কৃষকরা।
উপজেলার পাঠাকাটা গ্রামের অমল মিস্ত্রী (৫৩) জানান, তার ২ একর জমির পাকা/আঁধাপাঁকা আমন ধান মাটিতে শুয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, উফষি জাতের আমন ধান অধিকাংশই কৃষকরা ঘরে তুলেছে। এখন মাঠে স্থানীয় জাতের আমন ধানই বেশী আছে। পানি নেমে গেলে ধানের কোন ক্ষতি হবে না। তবে চিটার পরিমান বাড়তে বলে কৃষি কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ