Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

পরিবেশ বান্ধব বিনিয়োগে নতুন ওয়ার্কিং গ্রুপ গঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরেই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে আসছে। বিশেষ করে গত মাসে কপ২৬ আবহাওয়া সম্মেলন ঘিরে নতুন নতুন আলোচনা, উদ্যোগ ও প্রতিশ্রুতির জন্ম হয়। এরই ধারাবাহিকতায় পরিবেশবান্ধব বিনিয়োগের জন্য গঠন হয়েছে নতুন একটি ওয়ার্কিং গ্রুপ। এটি গোল্ডম্যান স্যাকস গ্রæপ ও বেইজিংভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফোরামের (আইএফএফ) যৌথ উদ্যোগ। নতুন এ ওয়ার্কিং গ্রæপটির দায়িত্বে রয়েছেন গোল্ডম্যান স্যাকসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ওয়াল্ড্রন ও আইএফএফের ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ঝু জিয়ান। এক যৌথ বিবৃতিতে গোল্ডম্যান স্যাকস ও আইএফএফ জানিয়েছে, ওয়ার্কিং গ্রæপটি বিশ্বের বিভিন্ন নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও গবেষকদের নিয়ে আবহাওয়া পরিবর্তন-বিষয়ক আলোচনার আয়োজন করবে। পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগে অর্থায়ন বাড়াতে বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের পরামর্শ দেবে ও তাদের সঙ্গে কাজ করবে। জন ওয়াল্ড্রন বলেন, আবহাওয়া পরিবর্তন-সংক্রান্ত বিজ্ঞান থেকে আবহাওয়া পরিবর্তন-সংক্রান্ত ব্যবসার দিকে পরিবর্তিত হতে হবে আমাদের। এসব প্রযুক্তির ব্যবহার ও ভোক্তাদের প্রতিদিনের জীবনে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতেও কাজ করতে হবে। আমাদের এ উদ্যোগে যেসব প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানও রয়েছে। আমরা চাই, এ গ্রæপে তাদের সক্রিয় অংশগ্রহণ। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ