Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভেনিজুয়েলায় জিকা সংক্রান্ত জটিলতায় ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলায় জিকা সংক্রান্ত জটিলতায় তিন জন মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত বৃহস্পতিবার এ কথা বলেছেন। দেশটিতে মশাবাহিত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। মাদুরো জাতীয় টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বলেন, দক্ষিণ আমেরিকার দেশটিতে ৩১৯ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের বিভিন্ন স্থানে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। মাদুরো বলেন, ‘৬৪ রোগী জিকা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ চিকিৎসাধীন রয়েছেন। তার দেশে এই রোগীদের চিকিৎসা প্রদানের মতো প্রয়োজনীয় ওষুধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিস্তারিত কিছু না জানিয়ে মাদুরো বলেন, জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ৫ হাজার ২২১ জনকে সন্দেহ করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে এদের সম্পর্কে জানা যায়। দক্ষিণ আমেরিকার দেশগুলো যখন এই প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে প্রচেষ্টা জোরদার করছে ঠিক সেই মুহূর্তে মাদুরো এ ঘোষণা দিলেন। এই রোগের কারণে শিশুদের মস্কিষ্কে বড় ধরনের ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। ব্যাপকভাবে নবজাতক শিশুদের মাইক্রোসেফ্যালি বা অস্বাভাবিক ছোট মাথা ও মস্তিষ্কে নিয়ে জন্মগ্রহণ করার জন্য এই ভাইরাসটিকে দায়ী করা হচ্ছে। গর্ভবতী মায়েরা এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের শিশুরা এই অস্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করে। ২৮ জানুয়ারি ভেনিজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী লুইসানা মেলো বলেন, ভেনিজুয়েলায় ৪ হাজার ৭০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয় বলে সন্দেহ করা হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনিজুয়েলায় জিকা সংক্রান্ত জটিলতায় ৩ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ