মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শীতকালের রেশ ধরে ভারতের বিভিন্ন শহরে দূষণের মাত্রা ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ভারত। রাজধানী দিল্লির অবস্থা শোচনীয়। দূষণের প্রভাবে গত ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সব স্কুল-কলেজ। সরকারি ও বেসরকারি অফিসের কর্মচারীরা আপাতত বাড়িতে বসেই কাজ করছেন।
একই অবস্থা প্রতিবেশী উত্তরপ্রদেশের। সেখানেও বায়ু দূষণের প্রাবল্য বেড়েছে শীতের মরসুমে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার ভর্ৎসনার মুখে পড়ল যোগীরাজ্য।
এদিন প্রধান বিচারপতির এক প্রশ্নের মুখে কিছুটা দিশাহীন হয়ে পড়েন উত্তরপ্রদেশের কুশলী রঞ্জিত কুমার। উত্তরে তিনি বায়ু দূষণের দায় পাকিস্তানের উপর চাপান। তিনি বলেন, “পাকিস্তানের থেকে বায়ু উত্তরপ্রদেশে আসছে। উত্তরপ্রদেশে এই বায়ু তৈরি হচ্ছে না।”
আইনজীবীর এই যুক্তি শুনে অবাক আদালত। আদালত পাল্টা উত্তরপ্রদেশ সরকারকে প্রশ্ন করেছে, তাহলে কি এবার পাকিস্তানের কল-কারখানা বন্ধ করার কথা বলবে যোগী সরকার? সূত্র : আজকাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।