Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্রপ্রার্থীর ছেলে আহত

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ৭:৫৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ছেলে গুরুতর আহত হয়েছে। শুক্রবার(০৩ ডিসেম্বর)বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কনকসার বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লৌহজং উপজেলা শাখা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল ঢালী বলেন, আমি কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামে গণসংযোগ করতে যাচ্ছিলাম। আমার ছেলে আল-আমিন (১৮) গাড়ি চালিয়ে গণসংযোগ স্থলে যাচ্ছিল। কনকসার বাজারে আওয়ামী লীগের কার্যালয় অতিক্রম করার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী হাসানের ভাতিজা সাকিব ও মেয়ে জামাই রাজিবের নেতৃত্বে একটি দল আমার ছেলের উপর হামলা চালায়। এ সময় তারা আমার ছেলে আল-আমিনকে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে। এতে তার মুখমণ্ডল ও কপাল কেটে যায়। পরে আল-আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় লৌহজং থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি যানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ