Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাংজু এশিয়ান গেমসে নেই বাংলাদেশের অ্যাথলেটিক্স!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ৭:৪৩ পিএম

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হাংজু প্রদেশে বসছে এশিয়ান গেমসের ১৯তম আসর। অলিম্পিক গেমসের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎম এই গেমসের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তারা ইতোমধ্যে দেশের ১৫টি ক্রীড়া ফেডারেশনকে চিঠি দিয়েছে হাংজু এশিয়ান গেমসে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে। ১৫ ডিসেম্বরের মধ্যে ফেডারেশনগুলো তাদের ডিসিপ্লিন নিবন্ধন করতে বলেছে বিওএ। তবে দুঃসংবাদ আছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের জন্য। আসন্ন এশিয়ান গেমসের জন্য বিওএ যে ১৫টি ডিসিপ্লিন তালিকাভুক্ত করেছে সেই তালিকায় নেই অ্যাথলেটিক্সের নাম! অর্থাৎ হাংজু এশিয়ান গেমসে নেই বাংলাদেশের অ্যাথলেটিক্স। বিওএর কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিওএ’র সদস্য এবং ট্রেনিং কমিটির সম্পাদক এ, কে সরকার। তিনি জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ যে ১৫ ডিসিপ্লিনে অংশ নেবে সেগুলো হচ্ছে- আরচ্যারি, ক্রিকেট (পুরুষ ও মহিলা), ফেন্সিং, ফুটবল (পুরুষ), হকি, গলফ (পুরুষ ও মহিলা), জিমন্যাস্টিক্স (পুরুষ), কাবাডি (পুরুষ ও মহিলা), কারাতে (পুরুষ ও মহিলা), ব্রিজ (পুরুষ), শ্যুটিং ( পুরুষ ও মহিলা), তায়কোয়ান্ডো (পুরুষ ও মহিলা), ভারত্তোলন (পুরুষ ও মহিলা), দাবা (পুরুষ ও মহিলা) ও সাঁতার (পুরুষ ও মহিলা)।

গেমসের মূল আকর্ষণই হলো অ্যাথলেটিক্স ও সাঁতার। আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশের সাঁতার থাকলেও থাকছে না অ্যাথলেটিক্স। এ তথ্য নিঃসন্দেহে ভাবিয়ে তুলেছে দেশের সব অ্যাথলেটসহ ক্রীড়া সংগঠকদের। এ ব্যাপারে বিওএ’র সদস্য ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু শুক্রবার বলেন, ‘বিওএর সভায় আসন্ন এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমার পক্ষ থেকে যথেষ্ট যুক্তি ছিল। কিন্তু শেষ পর্যন্ত হাংজু এশিয়ান গেমসের তালিকায় ঠাঁই পায়নি অ্যাথলেটিক্সের নাম।’

বিওএ’র ট্রেনিং কমিটির সম্পাদক এ, কে সরকার বলেন, ‘বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় সবার আলোচনা ও মতামতের ভিত্তিতে আসন্ন এশিয়ান গেমসের জন্য ডিসিপ্লিন বাছাই হয়েছে। ২০১৯ সালের এসএ গেমসের পারফরম্যান্সও মূল্যায়ন করা হয়েছে।’

ফেডারেশনগুলো তাদের ইভেন্ট নিশ্চিত করার পর বিওএ তালিকাবদ্ধভাবে ত্ াআয়োজকদের কাছে পাঠাবে। তবে অ্যাথলেটিক্সের আশা একেবারে শেষ হয়ে যায়নি বলে মনে করেন এ, কে সরকার,‘অ্যাথলেটিক্স ফেডারেশন যদি আনুষ্ঠানিকভাবে আমাদের জানায় সেক্ষেত্রে অলিম্পিকের নির্বাহী কমিটি ও উর্ধ্বতন কতৃপক্ষ বিষয়টি বিবেচনা করতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক গেম

২০ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ