মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি’কে হত্যার হুমকি দেয়ার পর প্রথমবারের মতো তাকে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পুলিশ। বিবিসি বলছে, দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন, ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতাকে নিরাপত্তা দেয়ার জন্য একটি বিশেষ বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি এনএলডি দেশটিতে সরকার গঠন করেছে। সাবেক সেনা শাসকের সময়ে সু চি দীর্ঘকাল গৃহবন্দি ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে রাজনৈতিক সংস্কার হয়। এরই ধারাবাহিকতায় গেল নভেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সু চির নেতৃত্বাধীন এনএলডি বিশাল জয় অর্জন করে। সু চিকে ফেইসবুক পোস্টে হত্যার হুমকি দেয়া ব্যক্তি পরবর্তী সময়ে ক্ষমা চাইলেও বিষয়টি হালকাভাবে নেয়া হচ্ছে না। মিয়ানমার পুলিশের প্রধান আরো বলেন, ওই পোস্ট দেখার পর আমি স্থানীয় পুলিশ কার্যালয়কে সরাসরি তার (সু চি) নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছি। তার মতো একজন ব্যক্তির কিছু ঘটে যাক এমন কোনোকিছু আমরা হতে দিতে পারি না। নিজস্ব নিরাপত্তা বাহিনীই এখনো পর্যন্ত সু চির নিরাপত্তা দায়িত্বে রয়েছে। সেই বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাবে। পুলিশ ইউনিট সু চির বাড়ির বাইরে বাড়তি নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।