মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কা লেগেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। দিন দিন কমছে এর দাম। মঙ্গলবার অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম কমেছে ৩ দশমিক ৭৪ শতাংশ। ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭৫ ডলার পড়েছে। এদিন প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭০ দশমিক ৬৯ ডলারে।
প্রায় সমপরিমাণ কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডবিøউটিআই) তেলের দাম। ২ দশমিক ৪৩ ডলার কমে এটি প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৭ দশমিক ৫২ ডলারে। আর হিটিং অয়েলের দাম কমেছে ২ দশমিক ৬৫ ডলার। ওমিক্রন আতঙ্কে এর আগে বিশ্ববাজারে তেলের দাম কমেছে ব্যারেলপ্রতি প্রায় ১০ ডলার। অদূর ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরো কমবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স¤প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দ্রুত তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তাই বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এটি আগের প্রজাতিগুলোর চেয়ে বেশি সংক্রামক। ফলে বিভিন্ন দেশ নিজেদের সীমান্তে বিধিনিষেধ আরোপ করছে। এতে আমদানি-রফতানিও কমে গেছে। এর বিরূপ প্রভাব পড়েছে তেলের আন্তর্জাতিক বাজারে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।