Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৩ পিএম, ২১ অক্টোবর, ২০১৬

ইংল্যান্ড ১ম ইনিংস : ২৯৩/১০ (১০৫.৫ ওভারে)
বাংলাদেশ ১ম ইনিংস : ২২১/৫ (৭৪.০ ওভারে)
(২য় দিন শেষে)
শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেটÑবাঁ হাতি স্পিনার তাইজুলের বিস্ময়কর ডেলিভারিতে নেচে উঠল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম! ৫০ মিনিটের মধ্যে শেষ হলো ইংল্যান্ডের অবশিষ্ট ইনিংস। তাইজুলের স্পেলে (৭-৩-১৯-২) বিপর্যস্থ ইংল্যান্ডকে ৩৫’র বেশি যোগ করতে দেননি অফ স্পিনার মিরাজ। প্রথম দিনে অভিষিক্ত অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের ৫টি শিকারের সঙ্গে যোগ হওয়া স্টুয়ার্ট ব্রডের উইকেটে সোহাগ গাজীর (৬/৭৪) পর অভিষেকে দ্বিতীয় সেরা সাফল্যে (৬/৮০) মেহেদী রঙ ছড়ালো স্টেডিয়ামে! তিনশ’র নিচে এই প্রথম ১ম ইনিংসে ইংল্যান্ডকে বেধে ফেলে (২৯৩/১০) লিডের সম্ভাবনাকে উজ্জ্বল বাংলাদেশের। স্পিন ত্রয়ীর সাফল্যে ইংল্যান্ডকে বিপর্যস্থ করে চট্টগ্রাম টেস্টের কর্তৃত্ব নেয়ার কাজটা এগিয়ে রেখেছে বাংলাদেশ। টেস্ট মেজাজে তামীম (৭৮), মুশফিকুরের (৪৮) ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ২২১/৫। প্রথম ইনিংসে লিড থেকে ৭২ রান দূরে এখন বাংলাদেশ।
দেশের মাটিতে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২ হাজার রান পূর্ন করেছেন এদিন তামীম। তামীমের মাইলস্টোনের দিনে সাবেক উইকেট কিপার খালেদ মাসুদ পাইলটের টেস্ট ডিসমিসালের ( ৪৪ টেস্টে ৮৭টি) সংখ্যা ছাড়িয়ে গেছেন মুশফিক (৪৯ টেস্টে ৮৮টি)।
অসম্ভব সাধনের টেস্টে লড়াইটা এখন শেষ ৫ জুটির, জমিয়ে তোলা ম্যাচে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে লিডের দিকেই তাকিয়ে সবাই। ৩১ রানে ব্যাটিংয়ে থাকা সাকিবের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। মেহেদী হাসান মিরাজ,সাব্বির রহমানÑলম্বা ব্যাটিং অর্ডারে এই তিনজনও এখন ভরসা।
উইকেটে প্রথম দিনে ধরেছে স্পিন, দ্বিতীয় দিনেও ছড়ি ঘুরিয়েছে স্পিনাররাই। দুই দিনে ১৩ উইকেটের মধ্যে ১টি মাত্র শিকার ইংলিশ পেসার স্টোকসের! এমন দিনে উইকেট ছড়িয়েছে আতঙ্ক বাংলাদেশ ইনিংসেও। দিনের শেষ ৭ ওভারের ৬টিই মেডেন, এমন সাবধানী ব্যাটিংয়ে ৩৫ মিনিটে ১ টি রানেই যে সন্তুষ্ট বাংলাদেশ !
প্রতিটি বিরতির আগে ধাক্কা খাওয়ার অতীত নুতন নয়, গতকালও বাংলাদেশ ব্যাটসম্যানদের মনোসংযোগে চিড় ধরেছে ব্রেকের আগে। উইকেটহীন লাঞ্চের টেবিলে বসার সম্ভাবনা দেখিয়েও পারেন বাংলাদেশ দল। লাঞ্চের মাত্র ৬ মিনিট আগে ইংল্যান্ড অফ স্পিনার মঈন আলীর কুইকারে বোল্ড ইমরুল (২১), লাঞ্চের ঠিক পূর্বক্ষণে মুমিনুল (০) সেই মঈন আলীর ৫ম বলে দিয়ে এলেন গালিতে ক্যাচ! টী ব্রেকের পূর্বমুহুর্তে মাহামুদুল্লাহ (৩৮) লেগ স্পিনার আদিল রশিদের টার্নে পরাস্থ হয়ে দিয়ে এসেছেন স্লিপে ক্যাচ। দিনের খেলা শেষ হতে যখন বাকি মাত্র ১৫ বল, তখন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এলেন মুশফিক (৪৮)।
প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন টেস্টে বড় ইনিংস খেলতে উদ্বুদ্ধ হন তামীম। আগের ৪টি টেস্টের মতো ব্যতিক্রম হয়নি গতকালও। লর্ডস,ম্যানচেস্টারের সেঞ্চুরিয়ান তামীম গতকাল এই প্রতিপক্ষকে দারুনভাবে সামাল দিয়ে টেস্ট মেজাজের ব্যাটিংয়ে উপহার দিয়েছেন এই প্রতিপক্ষের বিপক্ষে ৫ম ফিফটি। ২২১ মিনিটের ইনিংসে খেলেননি কোন উচ্চাভিলাসী শট, ৭৮ রানের ইনিংসে একবারও হননি প্রলুদ্ধ !
স্কোর শিটে ২৯/২’র পর বড় ধরনের শঙ্কায় পড়া বাংলাদেশকে টেনে তুলেছেন তামীম,তৃতীয় জুটিতে মাহামুদুল্লাহকে নিয়ে ৯০ রানের পার্টনারশিপে। ৪র্থ জুটিতে মুশফিকুরকে নিয়ে ৪৪ রানের পাটর্নারশিপেও দিয়েছেন নেতৃত্ব। স্পিনারদের বল উইকেটে পড়ে ঘুরছে সাপের ছোবলের মতো। এমন একটি ম্যাচে বাংলাদেশের সামনে আরো বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিভিউ ! প্রথম দিনের ৭টি রিভিউ আপীলের পর দ্বিতীয় দিনে যোগ হয়েছে আরো ৫টি। রিভিউ আপীলে আইসিসি’র সেরা আম্পায়ার ধর্মসেনা’র মান নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশের ৩টি রিভিউ আপীলে জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় সেখানে ৭টি !



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ