Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্য ১০০ রানের লিড

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : টেস্টে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ৩শ’র নীচে কোন ইনিংস ছিল না ইংল্যান্ডের এতোদিন। ২০০৩ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৩২৬ স্কোরটাই ছিল এতোদিন বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনি¤œ। সেই ইংল্যান্ডকে এবার চট্টগ্রাম টেস্টে ২৯৩ রানে প্রথম ইনিংস দিয়েছে গুটিয়ে বাংলাদেশ! প্রথম দিনের স্কোরের (২৫৮/৭) সঙ্গে দ্বিতীয় দিনে শেষ তিন উইকেটে ৩৫’র বেশি যোগ করতে দেননি তাইজুল, মিরাজ। মিরাজ দ্যুতিতে (৬/৮০) ইংল্যান্ডকে বিপর্যস্থ করে দ্বিতীয় দিনেও নাটাইটা নিজেদের হাতেই রেখে দিতে পেরেছে মুশফিকুররা। নিজেদের ইনিংসের প্রথম ঘন্টায় ২৯ রানে ২ উইকেট হারিয়েও ম্যাচে ফিরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিন শেষে পিছিয়ে আছে ৭২ রানে (২২১/৫)। দ্বিতীয় দিন শেষে ম্যাচের কর্তৃত্ব পুরোপুরি নিতে পারেনি বাংলাদেশ। আলোর স্বল্পতায় ফ্লাড লাইটের আলোয় শেষ দিকে মুশফিকুর কাটা না পড়লে দিনটি আরো ভাল হতে পারতো বলে মনে করছেন তামীম ইকবালÑ‘আমরা একটু ভালো অবস্থানে আছি। হাতে পাঁচটি উইকেট আছে। তাই ম্যাচে এখন আমরা সমান সমান অবস্থানে আছি। যদি মুশফিক আউট না হত তাহলে বলতে পারতাম, আমরা ভালো একটি দিন কাটিয়েছি।
এমন পরিস্থিতি থেকে দারুন কিছু’র সম্ভাবনা দেখছেন তামীম। তার জন্য প্রথম ইনিংসে ১০০ রানের লিড কামনা করছেন এই বাঁ হাতি ওপেনারÑ‘যদি আগামীকাল (আজ) ভালো একটি সেশন পার করতে পারি, তাহলে তাদের উপরে থাকতে পারব। ১০০ রানের লিড হলে আমি বলব, ভালো। ভালো দিক হবে। প্রথমে ওদের রানটা ক্রস করা লাগবে।আমাদের হাতে এখনো ২জন ভালো ব্যাটসম্যান আছে। মিরাজ, সাব্বির আছে, সাকিব এখানো আছে। তারা জুটি বেঁধে যদি ভালো করে যতটুকু লিড নেয়া যায়, তাতেই মঙ্গল।’
প্রথম দিন পড়েছে ৭ উইকেট,দ্বিতীয় দিনে উইকেটের সমস্টি ৮টি। এই উইকেটকে ব্যাটসম্যানদের জন্য বিপদসংকুল বলে মনে করছেন তামীমÑ‘বাউন্স খুব একটা বেশি আনইভেন নয়,তবে স্পিন এবং টার্ন বেশি হচ্ছে। যদি কেউ উইকেটে নিজেকে সেট মনে করেন তাহলে ভুল করবেন। ৭০, ৮০ কিংবা ১০০ করলেও বলব এ উইকেটে কেউ সেট নয়। কারণ প্রতি ওভারে এক-দু’টি বলে কিছু না কিছু হচ্ছে। কঠিন উইকেট। আমরা সবাই বুঝতে পারছি তা।’
২২১ মিনিট উইকেটে থেকে যা অনুধাবন করেছেন, টীমটেদের সে বার্তাই দিয়েছেন তামীমÑ‘এ উইকেটে ভুল করে বসলেই উইকেট হারাতে হবে। একদম বেসিকে খেলতে হবে। বাড়তি কিছু করতে গেলে বিপদে পড়তে হবে।’ প্রতিটি ব্রেকেই হারিয়েছে বাংলাদেশ উইকেট। লাঞ্চের ৬ মিনিট আগে ইমরুল, মুমিনুল, টি ব্রেকের ঠিক পূর্বমুহুর্তে মাহামুদুদুল্লাহ, দিনের শেষ ড্রিংকস ব্রেকের কিছুক্ষণ আগে তামীম দিনের খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে মুশফিকুর গেছেন ফিরে। মনোসংযোগের পরীক্ষায় এমন পরিণতির কারণ জানা নেই তামীমেরÑ‘লাঞ্চের আগে, টি এর আগে উইকেট পড়ল আবার খেলা শেষে একটা পড়ল। এর ব্যাখ্যা কিভাবে দিব, তা বুঝতে পারছি না। এমন কিছু না হলে আমরা আরও ভালো পজিশনে থাকতে পারতাম। ওই সময়ে রিয়াদ ভাই নট আউট থাকলে আমরা ভালো অবস্থানে থাকতাম। বিশেষ করে মুশফিক যদি আউট না হত তাহলে আমাদের জন্য বেশ ভালো একটি দিন যেতো।’
প্রথম দিনে খেলা হয়েছে ৯২ ওভার, গতকাল সেখানে সব মিলে ৮২.৫ ওভার হয়েছে খেলা। তবে আলোর স্বল্পতার কারনে টেস্টে দিনের খেলা যেখানে বন্ধ করার কথা, সেখানে লাইট মিটার দিয়ে আলোর বিকিরন পরীক্ষা না করে ফ্লাড লাইটের আলোয় দ্বিতীয় দিনের শেষ ৭ ওভার হয়েছে অনুষ্ঠিত। সেটাই ক্ষতির কারন হয়েছে বাংলাদেশ দলের, দিনের খেলা শেষ হওয়ার ১৫ বল আগে মুশফিকুর আউট হয়েছেন। তবে ব্যাড লাইটে দিনের খেলা শেষ না করে ফ্লাড লাইটে খেলা চালিয়ে নেয়ার এখতিয়ার আম্পায়ারদের, তা মনে করছেন তামীমÑ‘আম্পায়ার যদি মনে করে খেলা হবে তাহলে খেলা হবে। এখানে আমাদের বলার কিছুই নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্য ১০০ রানের লিড

২২ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ