প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুইডেন থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে এসে কিভাবে একজন শীর্ষ অ্যাকশন তারকায় পরিণত হলেন তা নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্বাহী প্রযোজনা করবেন ডল্ফ লুন্ডগ্রেন। ফিল্মটির নাম হবে ‘ডল্ফ’। লান্ডগ্রেন ‘রকি ফোর’ এবং ‘রকি টু’ ফিল্ম দুটিতে রুশ মুষ্টিযোদ্ধা আইভান ড্র্যাগোর ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিত লাভ করেন। ১৯৮৭তে তাকে দেখা যায় ‘মাস্টার্স অফ দি ইউনিভার্স’ ফিল্মে হি-ম্যানের ভূমিকায়। ৩৬ বছরের হলিউড ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘একপেন্ডেবল্স’ সিরিজ, ‘ইউনিভার্সাল সোলজার’ সিরিজ এবং ১৯৮৯’র ‘দ্য পানিশার’ ফিল্মে। লুন্ডগ্রেন ‘আকুয়াম্যান’ সিকুয়েল ‘আকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ কিং নেরেউসের ভূমিকায় ফিরবেন। এক ভাষ্যে লুন্ডগ্রেন বলেন, আমার মনে হয়, আমার জীবন নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণের এটিই সঠিক সময়, করণ আমি চক্র পূরণ করেছি। আমাকে কঠিন সময়ের মোকাবেলাও করতে হয়েছে, এই অবস্থানে আসার জন্য অনেক মূল্য দিয়েছি। এটি শুধু আমার সাফল্যের প্রকাশ নয় বরং একজন মানুষের সুখ আর প্র্যাশার যাত্রা। আমি চাই, দর্শক প্রকৃত আমাকে যাতে দেখতে পায়। এটি দেখে অনেকেই বুঝতে পারবে জীবনের লক্ষে পৌঁছতে কতটা পরিশ্রম করতে হতে পারে। অভিনয় চালিয়ে যাবার পাশাপাশি যুক্তরাষ্ট্রে লুন্ডগ্রেন রাসায়নিক প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন মারশাল আর্টিস্ট, অংকন শিল্পী, পরিচালক এবং প্রযোজক; ‘ডল্ফ’-এ এর সবই দেখান হবে। অ্যাডাম স্কর্জির পরিচালনায় ‘ডল্ফ’ পরিচালনা করবেন অ্যান্ড্রু হোমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।