Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতীক্ষিত প্রত্যাবর্তনে উচ্ছসিত বেটি

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : বাংলাদেশের সঙ্গে দারুণ স্মৃতি জড়িয়ে আছে ইংল্যান্ড অফ স্পিনার গ্যারেথ বেটি’র। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে অভিষেক, ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেছেন চেস্টারলি’তেÑসেটাও বাংলাদেশের বিপক্ষে। আবার সাড়ে ১১ বছর পর প্রত্যাবর্তন, তাও বাংলাদেশের বিপক্ষে। তার এই দু’ টেস্টের মধ্যে ইংল্যান্ড খেলেছে ১৪২টি টেস্ট। এটাও প্রতীক্ষার রেকর্ড। প্রতীক্ষিত প্রত্যাবর্তন টেস্টে তামীমের উইকেট নিয়ে ভীষণ উচ্ছ¡সিত বেটিÑ‘ প্রচÐ নার্ভাস ছিলাম, এতোটা নার্ভাস সম্ভবত: ক্যারিয়ারে কখনোই হতে হয়নি। চেয়েছিলাম কিছু একটা করতে; আমাকে যারা বিবেচনা করেছেন, তারা যেন হতাশ না হন, সেজন্য দল ও দেশের জন্য ভালো করতে চেয়েছি। ইংল্যান্ডের শার্ট গায়ে চাপানোই অসাধারণ অনুভূতি। তামিমের মত দারুণ একজন ব্যাটসম্যানের উইকেট পাওয়াটা একটু বেশি আনন্দের। আজকের এই দিনটায় আসতে অনেকটা সময় লেগে রগেছে, কিন্তু খুব ভালো লাগছে।’
দ্বিতীয় দিনের শেষ দিকে এসে মুশফিকুরের আউটেই ম্যাচে ফেরার স্বপ্ন দেখাচ্ছে ইংল্যান্ডকে,এটাই মনে করছেন বেটিÑ‘তারা তখন খুবই ভালো একটি জুটি গড়েছিল। এরপরই এই আউটটির কারণে আমরা ভালোভাবে ম্যাচে ফিরে এসেছি। আশা করি আমরা তাদের আরও ব্যাকফুটে ফেলতে পারবো।’
উইকেটে যেভাবে স্পিন ধরছে,তাতে বাংলাদেশের অবশিস্ট ৫ উইকেট দ্রæত ফেলে দেয়ার কথাই ভাবছেন বেটিÑ‘উইকেটে কিছু ফাঁটল আছে। ম্যাচ যতোই এগুবে,বল ততোই স্পিন করবে। যদি আমরা তাদেরকে দ্রæত ফিরিয়ে দিতে পারি,তাহলে দারুন একটি ম্যাচ হবে। আমরা কিছু ভালো বল করেছি। আমাদের আরও ভালো হতে পারতো। তবে তারা খুবই ভালো ব্যাটিং করেছে। সামনে উন্নতি করতে হলে আমাদের আরও ভালো করতে হবে।’
১১ বছর আগে তার অভিষেক এবং সর্বশেষ টেস্টে যে বাংলাদেশ দলকে দেখেছেন,এখনকার দলের সঙ্গে সেই দলকে পারছেন না মেলাতেÑ ‘বাংলাদেশের এখনকার দলটি দারুণ। দারুন একটি স্পিন ইউনিট দেখতে পাচ্ছি। খেলোয়াড়দের অ্যাপ্রোচেও পরিবর্তন এসেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতীক্ষিত প্রত্যাবর্তনে উচ্ছসিত বেটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ