নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। লিগের একাদশ রাউন্ড শেষে ১১ ম্যাচে সাত জয়, তিন ড্র ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। এই রাউন্ডে ফেনী সকার ক্লাব, টিম বিজেএমসি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টানা চার জয়েই ভাগ্য ফিরেছে তাদের। তবে দ্বিতীয় পর্বের জন্য চমক রয়েছে তাদের। এশিয়ান কাপ কোয়ালিফাই প্লে-অফে ভুটানের কাছে বাংলাদেশ হেরেছিল, সেই ম্যাচের দু’গোল দাতা চেনচো ঢাকায় এসেছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলতে। মধ্যবর্তী দলবদল সেরে দ্বিতীয় পর্ব থেকেই তিনি নিয়মিত খেলবেন বন্দরনগরীর আকাশী-হলুদদের পক্ষে। ফলে বলাই যায় শিরোপা জয়ের লক্ষ্যেই গুটিগুটি পায়ে এগুচ্ছে চট্টগ্রাম আবাহনী। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৩ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে এবারের লিগে চমক দেখানো রহমতগঞ্জ এমএফএস। আর বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৯ পয়েন্ট পেয়ে রয়েছে চতুর্থস্থানে। এছাড়া মুক্তিযোদ্ধা (১৮ পয়েন্ট) পঞ্চম, আরামবাগ (১৫ পয়েন্ট) ষষ্ঠ, ব্রাদার্স (১১ পয়েন্ট) সপ্তম, টিম বিজেএমসি (১১ পয়েন্ট) অষ্টম, ফেনী সকার (৯ পয়েন্ট) নবম, মোহামেডান (৯ পয়েন্ট) দশম, শেখ রাসেল (৮ পয়েন্ট) এগারোতম ও উত্তর বারিধারা (৬ পয়েন্ট) সর্বশেষ অবস্থানে রয়েছে।
অন্যবারের মতো এবারের লিগেও বিদেশী খেলোয়াড়দের পারফরমেন্স চোখে পড়ার মতো। প্রথম পর্ব শেষে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে এগিয়ে রয়েছেন ঢাকা আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন ৯ গোল করা শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন আনসেলমি ও ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। টিম বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু সাত গোল করে চতুর্থ এবং ব্রাদার্সের হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসন ছয় গোল করে পঞ্চমস্থানে রয়েছেন। তবে পাঁচ গোল করে তালিকার সপ্তম স্থানে আছেন চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার জাহিদ হোসেন। দেশী ফুটবলারদের মধ্যে এই দৌঁড়ে টিকে রয়েছেন পাঁচ গোল করা মুক্তিযোদ্ধার তৌহিদুল আলম তৌহিদ ও মোহামেডানের তৌহিদুল আলম সবুজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।