বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা, বাবাকে পিটিয়ে জখম করেছে পাষন্ড ছেলে ও তার নাতীরা। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউপির আমিরাবাদ গ্রামে নিজ সন্তানের নির্যাতনের শিকার বিমল হাওলাদার বর্তমানে যন্ত্রনাসিক্ত শরীর নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের শয্যায়। এ ঘটনায় গতকাল রাতে আহতের ছোট ছেলে মধুসুদন হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত মেঝ ভাই গোবিন্দ হাওলাদারসহ চার জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করেনি পুলিশ। হাসপাতালের শয্যায় ওই বৃদ্ধ জানান, ঘটনার সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে পিটিয়ে জখম করে ছেলে গোবিন্দ হাওলাদার ও তার সন্তানেরা। এসময় ছেলে মধুসুদন হাওলাদার ও তার স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে পাষন্ডরা। এবিষয়ে অভিযুক্ত গোবিন্দ হাওলাদার জানান, উনি আমার বাবা কিনা তাইতো আমি জানিনা। মামারির সময় আমি ছিলাম না।
কলাপাড়া থানার ওসি মো.জমিস জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।