বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ধিত সভাকে কেন্দ্র করে নগরীর জামালখান ও আশপাশের এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মহানগর যুবলীগের বর্ধিত সভার আগে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শোডাউন করতে গিয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ব্যানার, ফেস্টুন ভাঙচুর করা হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা যোগ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।