Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে লাশবাহী গাড়িতে পৌরটোল দাবি করায় সংঘর্ষ

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ঝালকাঠির নলছিটিতে লাশবাহী গাড়িতে পৌরটোল দাবি করাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন যুবলীগের নেতা এইচ এম সজিব বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার চাচার লাশ অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। শহরের মল্লিকপুর এলাকায় আসলে পৌরটোল আদায়কারীরা লাশবাহী গাড়িটি থামার সঙ্কেত দেয়। এ সময় টোল নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে টোল আদায়কারীরা লাশবাহী গাড়িতে থাকা কয়েকজনকে মারধর করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে টোল আদায়কারী মো. রাজা ও আল আমিনের মাথা ফেটে যায়। তাদেরকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রাজাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কুলকাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক এইচ এম সজিব বলেন, পৌর টোল আদায়ের নামে কয়েকজন যুবক চাঁদাবাজি করে। আমার চাচা খালেক হাওলাদারের লাশ নিয়ে বরিশাল থেকে চারটি মাহিন্দ্রা গাড়ি, একটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপ নলছিটির কুলকাঠি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। টোল দিতে বিলম্ব হওয়ায় আদায়কারীরা বরিশাল থেকে আসা লোকজনের গায়ে হাত তোলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমাদের কয়েকজন লোক আহত হয়েছে।
নলছিটি পৌরটোল আদায়কারী উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান জানান, লাশের গাড়ি অনেক পেছনে ছিল। মাহেন্দ্রসহ কয়েকটি গাড়ি টোল আদায়কারীদের কাছে আসার পর থামতে বলে। এ সময় তারা এসব গাড়ি লাশবাহী গাড়ির সঙ্গে বলে জানায়। কিন্তু তখনও লাশবাহী গাড়ি না আসায় টোল দাবি করা হয়। এ নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিজেদের মধ্যে আপোষ নিস্পত্তি করা হবে বলেও জানান তিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশবাহী গাড়িতে টোল আদায় নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ