Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ায় শনাক্ত ওমিক্রন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ৯:২৯ এএম

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ক্রমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডে ১৩ জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় দুইজন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। রোববার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডাম আসা দুইটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ১৩ জনের শরীরে ওই ভাইরাস পাওয়া যায়।
ওই দুই ফ্লাইটের ৬০০ জনের বেশি যাত্রীদের পরীক্ষায় ৬১ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে এবং নতুন এই ভ্যারিয়েন্ট তাদের দেহেও রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমিক্রন

১০ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ