Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক : ওবামা

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনের ফল মেনে না নেয়ার ব্যাপারে ট্রাম্প যে আভাস দিয়েছেন, তা খুবই বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ডেমোক্রেটিক প্রার্থীর প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক প্রচার সমাবেশে ওবামা এ মন্তব্য করেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বুধবার রাতে তৃতীয় ও শেষ বিতর্কে ট্রাম্প ফল মেনে না নেয়ার আভাস দিয়েছিলেন। তিনি বলেন, নির্বাচন স্বচ্ছ হলে কেবল মেনে নেবেন। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই বিতর্কে সঞ্চালক ক্রিস ওয়ালেস ট্রাম্প নির্বাচনের ফল মেনে নেবেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করেন। সে সময় ট্রাম্প ফল না মানার আভাস দেন। তিনি বলেন, এখনই এটা বলা সম্ভব নয়। অবশ্য এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, নির্বাচনে জিতলেই কেবল ফল মেনে নেবেন তিনি। একই বক্তব্যে ট্রাম্প বলেন, নির্বাচন স্বচ্ছ হলে তিনি মেনে নেবেন। তবে এতে কোনো ধরনের সন্দেহ হলে আইনি লড়াইয়ে যাবেন। খবরে বলা হয়, ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ওবামা বলেন, ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থা নিয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক হবে। এটা যুক্তরাষ্ট্রের শত্রুদের জন্য সুবিধা করে দেবে। প্রসঙ্গত, কয়েক দিন যাবত নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হিলারির প্রচার দল ও কিছু গণমাধ্যম ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ