Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ না খাওয়ার শপথ পুলিশ কর্মকর্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভারতের বিহারে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এসকে সিংহল পুলিশ সদর দফতরে সহকর্মীদের সামনে রীতিমতো শপথ করেছেন সারা জীবনে আর মদ না ছোঁয়ার। এ সময় রাজ্যে মদ নিষিদ্ধের জন্য কঠোর নীতিমালা আরোপেরও প্রতিশ্রুতি দেন তিনি। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বিহারের মুখমন্ত্রী নীতিশ কুমারও রাজ্যের সব কর্মীদের নিয়ে একই শপথ নিয়েছিলেন। কোনো ধরনের বাছবিচার না করে রাজ্যজুড়ে মদ্যপান নিষিদ্ধকরণ আইন প্রয়োগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸানও জানিয়েছেন নীতিশ। এ সময় মদ্যপানের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি তুলে ধরেন নীতিশ। কয়েকদিন আগে দীপাবলী উৎসবের সময় বিহারের বিভিন্ন জেলায় বিষাক্ত মদ্যপানে অন্তত ৫০ জনের মৃত্যুর পর রাজ্য সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এএনআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ