Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে হাইমার আঘাতে নিহত ১২

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে টাইফুন হাইমার আঘাতে ১২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী ম্যানিলায় দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, তারা হাইমার আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন। তবে দেশটির উত্তরের প্রদেশগুলোতে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন করডিল্লেরা অঞ্চলের বাসিন্দা। প্রাদেশিক গভর্নর ম্যানুয়েল মাম্বা জানিয়েছেন, গত বুধবার ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতি নিয়ে কাগায়ান এলাকায় আঘাত হানে সুপার টাইফুন হাইমার। প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের ৫০ থেকে ৬০ হাজার হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা টাইফুন হাইয়ানের উল্লেখ করে তিনি বলেন, মনে হচ্ছিল আরেকটি ইয়োলান্ডা আঘাত হেনেছে। প্রসঙ্গত, হাইয়ানের আঘাতে ওই সময় ৬ হাজার লোকের প্রাণহানি হয়েছিল। এদিকে টাইফুনটির গতিপথ পরিবর্তিত হয়ে হংকংয়ের দিকে যাচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। টাইফুন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, হাইমা হংকংয়ের কাছাকাছি অবস্থান নিতে পারে। এটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে হংকং উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইনে হাইমার আঘাতে নিহত ১২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ