মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৯৪৭ সালের ভারত ভাগ নিয়ে ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নেতা মোহন ভাগবতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশ ভাগ ভারতীয়দের জন্য কষ্টের বলে দাবি করে ভাগবত বলেন, আবারো পূর্বের অবস্থায় ফিরে যাওয়াই পারে এ কষ্ট ঘুচাতে। তবে তার এমন মন্তব্যকে ভারতীয় সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক বলে এর নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ভাগবতের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের কোণঠাসা করা ও দেশ থেকে উৎখাত করা। পাকিস্তানি গণমাধ্যমেও এই বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করা হয়। শুক্রবারের ওই বক্তব্যে ভাগবত ভারতীয়দের আশ্বাস দিয়ে বলেন, দেশ ভাগের মতো বিষয় আর ভারতের বুকে কখনো হবে না। শনিবার এই বক্তব্যের প্রেক্ষিতে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, আরএসএস প্রধান এর আগেও এ ধরণের কাল্পনিক বক্তব্য এবং ঐতিহাসিক সংশোধনবাদের কথা বলেছেন। এর মাধ্যমে আঞ্চলিক যে ‘অশান্তি’ সৃষ্টি হচ্ছে তার হুমকির কথা তুলে ধরা হয় ওই বিজ্ঞপ্তিতে। সাবধান করে বলা হয়, উগ্রপন্থী হিন্দুত্ববাদ এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং পুরো ভারতেই শাসক দল বিজেপি এই অখÐ ভারতের ধারণা ছড়িয়ে দিচ্ছে। যদিও একই বিজ্ঞপ্তিতে আবার দাবি করা হয়েছে, মূলত ভারতীয় মুসলিমদের কোণঠাসা করতেই এমন নীতি গ্রহণ করেছে আরএসএস-বিজেপি। সমগ্র ভারতীয় উপমহাদেশজুড়েই এই হুমকি ছড়িয়ে পড়ছে বলেও এতে উল্লেখ করা হয়। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।