Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহর অর্থের উৎসে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার তৎপরতা ও অর্থ সংগ্রহের কাজ ভ-ুল করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহর অর্থদাতা সন্দেহে গত বৃহস্পতিবার চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। পাশাপাশি হিজবুল্লাহর অর্থদাতা সন্দেহে গ্লোবাল ক্লিনার্স এসএআরএল নামের একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে মার্কিন সন্ত্রাসবাদ আইনের আওতায় হিজবুল্লাহ কমান্ডার হায়থাম আলি তাবাতাবাই এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। আলি তাবাতাবাই হিজবুল্লাহর বিশেষ বাহিনীগুলোকে পরিচালনা করেন এবং সিরিয়ার কার্যক্রম দেখাশোনা করেন। আলি তাবাতাবাই বর্তমানে ইয়েমেনে রয়েছেন বলে খবর রয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন নাগরিকরা ব্যবসা করতে পারেন না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজবুল্লাহর অর্থের উৎসে মার্কিন নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ