Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামই সেরা ধর্ম অন্য কোনো ধর্ম থাকা উচিত নয় : ওম পুরী

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলাম ধর্মই হল পৃথিবীর সেরা ধর্ম, ইসলাম ছাড়া বিশ্বে অন্য কোনও ধর্ম থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরি। তিনি বলেছেন, অন্য ধর্মের মানুষকেও ইসলাম গ্রহণ করা উচিত। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওম পুরির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম ওই ভিডিওটি প্রকাশ করেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে, ওম পুরী পাকিস্তানের টেলিভিশনে বলছেন, ইসলাম ধর্মই হল সবচেয়ে বড় ধর্ম। বিশ্বে ইসলাম ছাড়া অন্য কোনও ধর্ম থাকা উচিত নয়। অন্য ধর্মের মানুষকেও এবার ইসলাম গ্রহণ করা উচিত।
কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালন করেছে ভারতীয় সেনাবাহিনী। এ অভিযানের পর একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ওম পুরী ভারতীয় সেনা বাহিনীর কর্মকা- নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কে ওদের সেনাবাহিনীতে যোগ দিতে বলেছিল? কে বলেছিল, ওদের হাতে বন্দুক তুলে নিতে? ভারত-পাকিস্তানের উত্তাপের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ভারতে ব্যাপক সমালোচিত হন বলিউডের এই অভিনেতা। এ ঘটনার পর ইসলাম নিয়ে মন্তব্য করে ভারতে আরও বড় ধরনের সমালোচনার শিকার হচ্ছেন ওম পুরি। অপর এক খবরে বলা হয়, পাক-ভারত উত্তেজনার মধ্যে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে জোর বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের প্রখ্যাত এই অভিনেতা। এসবের মধ্যেই ফের বিতর্ক বাড়াল পাক টেলিভিশন চ্যানেলের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, ওম পুরী একটি পাক টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে, ইসলাম ধর্ম নিয়ে তার মত প্রকাশ করছেন। তিনি বলেন, সারা বিশ্বে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকা উচিত নয়। অন্য ধর্মের মানুষকেও এবার ইসলাম গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাক টেলিভিশনের ওই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যায়। যদিও, বিষয়টি নিয়ে কোনো মন্তব্যই করেননি ওম পুরী। ইন্ডিয়া ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামই সেরা ধর্ম অন্য কোনো ধর্ম থাকা উচিত নয় : ওম পুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ