Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে আটটি অ্যাটাক সাবমেরিন দিচ্ছে চীন

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানকে আটটি অ্যাটাক সাবমেরিন দিচ্ছে চীন। চীনের সঙ্গে পাকিস্তানের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি হয়েছে। পাকিস্তানকে ৮টি অ্যাটাক সাবমেরিন দিচ্ছে চীন। সরকারিভাবে এ কথা জানাল বেইজিং। বিশেষজ্ঞদের ধারণা, আরব সাগরে ওই সাবমেরিনগুলো মোতায়েন করতে পারে পাকিস্তান। ভারত মহাসাগর অঞ্চলে ভারতের স্বার্থের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই এই পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। চীনের জাহাজ শিল্প সংক্রান্ত একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, চিনের শিপবিল্ডিং কর্পোরেশন বেজিংয়ে একটি বৈঠকে বসে পাকিস্তানের সঙ্গে চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে।পরে চিনের সামরিক বাহিনীর ওয়েবসাইটেও এই খবর প্রকাশিত হয়। উল্লেখ্য, চলতি বছরের গোড়াতেই এই ৫ বিলিমন ডলারের সাবমেরিন ক্রয় চুক্তির কথা ইসলামাবাদ ঘোষণা করেছিল। যদিও এতদিন চীনের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। চুক্তি অনুযায়ী, চারটি সাবমেরিন করাচি শিপইয়ার্ডে তৈরি হবে। বাকি চারটি তৈরি হবে চীনে। চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে গত ১২ অক্টোবর বৈঠক করে চীনের শিপবিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি। ডিজেল চালিত বৈদ্যুতিন প্রথম চারটি সাবমেরিন ২০২৩-র মধ্যে সরবরাহ করা হবে এবং বাকি চারটি ২০২৮-এর মধ্যে পেয়ে যাবে পাকিস্তানকে। চীনের পিপলস লিবারেশ আর্মি-র টাইপ ৩৯ এ (যা টাইপ ৪১ নামেও পরিচিত) ইয়ুয়ান ক্লাস সাবমেরিনের সংস্করণই পাকিস্তানকে দেয়া হতে পারে। সূত্র : এবিপি নিউজ।



 

Show all comments
  • সুলতান ২২ অক্টোবর, ২০১৬, ১২:২৮ এএম says : 5
    খবরটি খুবই উদ্বেগজনক
    Total Reply(0) Reply
  • Mohammad Abdul Kader ২২ অক্টোবর, ২০১৬, ৪:২০ পিএম says : 0
    Pakistan will show the power of Pak
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানকে আটটি অ্যাটাক সাবমেরিন দিচ্ছে চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ