Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসেল দ্যুতিতে সেমিতে ইনকিলাব

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বড় জয় দিয়ে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল দৈনিক ইনকিলাব। গতকাল সকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ইনকিলাব ৫৩ রানে হারায় এসএ টিভিকে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সোহেল ও রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ছয় ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে ইনকিলাব। এই দু’জনে মিলে মিডিয়া কাপ টুর্নামেন্টে প্রথম একশ’ রানের জুটি গড়ে। জবাবে এসএ টিভি ৫ উইকেটে ৭৩ রান তুলতে সবক’টি ওভার শেষ করে। অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচ সেরার পুরস্কার ওঠে ইনকিলাবের রাসেলের হাতে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচগুলোতে জিটিভি ৪ উইকেটে আর টিভিকে, ঢাকা ট্রিবিউন ৫৪ রানে এটিএন নিউজকে ও চ্যানেল আই ৮ রানে বাংলা ট্রিবিউনকে হারিয়ে সেমিতে খেলার যোগ্যতা পায়। আজ সকাল সাড়ে ৮টার সেমিফাইনালে মুখোমুখি হবে ইনকিলাব ও জিটিভি, ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই। সকাল ১১টার ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসেল দ্যুতিতে সেমিতে ইনকিলাব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ