Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের স্পিন নিখুঁত

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : টসে হেরে বাংলাদেশ ফিল্ডিংয়ে,তা জেনেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির হাজার তিনেক দর্শক। নুতন বল হাতে নিয়ে প্রথম ওভারে কুককে কাঁপিয়ে দিয়েছিলেন শফিউল। কিন্তু এর পর আর চেনা যায়নি পেস বোলার শফিউলকে। তিন স্পেলের শেষটিতে ১ ওভারে খরচা তার ১০। বলে পেস নেই, তাতেও কিছু যায় আসে না, কিন্তু সুইং তো থাকবে? তারও বালাই নেই অভিষিক্ত হওয়া পেস বোলার কামরুল ইসলাম রাব্বীর। টেস্টে ওয়াইড,তাও আবার ২টি! শুধু তাই নয়, শেষ ওভারটি বাদ দিলে প্রতি ওভারেই খেয়েছেন বাউন্ডারি ! এখানেই ব্যতিক্রম বাংলাদেশের তিন স্পিনার। তাইজুল উইকেট না পেয়েও ভুগিয়েছেন, স্পিন ফ্রেন্ডলী উইকেট পেয়ে মিরাজ এবং সাকিব তো রীতিমতো ভয়ংকর রূপ ছড়িয়েছেন। প্রথম দিনের খেলা শেষে সে প্রশংসাপত্রই দিয়েছেন ২১৯ মিনিট উইকেটে থাকা মঈন আলীÑ সত্যিই কঠিন ছিল আজকের দিনটি, আর আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ৬৮ রান করলাম। বাংলাদেশের স্পিনাররা চমৎকার বোলিং করেছে। মাঠ সাজোনোও ছিল ভালো। সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। খুবই নিখুঁত ছিল বাংলাদেশের স্পিনারদের বোলিং।’
বাংলাদেশের স্পিনের জবাব দিতে ইংল্যান্ডও যে প্রস্তুত,সে হুংকার দিয়েছেন অফ স্পিনার মঈন আলীÑ‘ আমি মনে করি, এই উইকেট আমাদের জন্যও খুব উপকারী হবে। কারণ আমাদের হাতে আছেন গ্যারেথ ব্যাটি, আদিল রশিদ এবং আমি নিজেও। আশা করি আমরাও স্পিন দিয়ে স্বাগতিকদের মত বোলিং করতে পারবো। আশা করি বাংলাদেশকে অলআউট করতে পারবো। আর আমাদের মানের স্পিনারদের ওপর চাপ আছে, আশা করি আমরা তা পূর্ণ করতে পারবো। তিনশোর কাছাকাছি স্কোর গেলে তা অনেক সহজ হবে।’



 

Show all comments
  • মিল্লাত ২১ অক্টোবর, ২০১৬, ২:৫২ পিএম says : 0
    এই পিচটি স্পিন উপযোগী.....
    Total Reply(0) Reply
  • Asma ২১ অক্টোবর, ২০১৬, ২:৫২ পিএম says : 0
    they really played nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের স্পিন নিখুঁত

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ