নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শেষ হলো ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে সম্পর্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। গতকাল ক্যালেফাতোর চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার বলেছেন, ‘ব্যক্তিগত কারণে সে (ক্যালেফাতো) আর থাকছেন না আমাদের সাথে। এমনিতেও তার চুক্তি শেষ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী সিরিজের জন্য নতুন কাউকে খুঁজব।’ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন ক্যালেফাতো। লিখেছেন, ‘(আপাতত) এখানে আমার ইনিংস শেষ। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ সম্পন্ন করার পর অনেক চিন্তাভাবনা করে আমি বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মহামারি (করোনাভাইরাস) চলাকালীন একজন ভ্রাম্যমাণ আন্তর্জাতিক ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ-সুবিধা পেলেও আমাদের সকলের ও খেলোয়াড়দের জন্য কোয়ারেন্টিন ও জৈব সুরক্ষা বলয়ের সীমাবদ্ধতার সঙ্গে মানিয়ে নিয়ে ভীষণ চ্যালেঞ্জের ছিল।’
২০১৯ সালের আগস্টে ফিজিও হিসেবে ক্যালেফাতোকে নিয়োগ দিয়েছিল বিসিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।