Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনায় নৃশংস ধর্ষণে কিশোরীর মৃত্যু প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে নারী সমাজ

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আর্জেন্টিনার মার দেল প্লাটা শহরে লুসিয়া পেরেজ নামে ১৬ বছরের এক কিশোরীকে মাদক খাইয়ে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। এই হত্যাকা-ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা। বিশেষ করে মহিলারা। হাজার হাজার মহিলা গতকাল রাজধানী বুয়েন্স আয়ার্সসহ অন্যান্য শহরে অফিস- আদালত থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অনেকের প্লাকার্ডে লেখা ছিল, ‘আমাদের গায়ে হাত দিলে, আমরা ছেড়ে দেবো না’। মুষলধারে বৃষ্টি এবং ঝড়ের তোয়াক্কা করেননি মহিলারা। কালো পোশাক পরে তারা রাস্তায় নেমে আসেন। সংবাদদাতারা বলছেন, ল্যাটিন আমেরিকায় পুরুষদের মধ্যে নিজেদের জাহির করার যে সংস্কৃতি রয়েছে, তার বিরুদ্ধে মহিলারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। লুসিয়া পেরেজের হত্যাকা-কে নারীদের মধ্যে দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে আসছে। আয়োজকরা বলছেন, ‘পুরুষদের এই ঔদ্ধত আচরণ আর চলবে না’। আর্জেন্টিনার নারীদের এই প্রতিবাদ বিক্ষোভের সমর্থনে মেক্সিকো, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও বিক্ষোভ মিছিল হয়েছে। এমনকি লন্ডনে আর্জেন্টিনার দূতাবাসের সামনেও অবস্থান ধর্মঘট হয়েছে। সোস্যাল মিডিয়াতেও ক্ষোভে ফেটে পড়ছেন দক্ষিণ আমেরিকার মহিলারা। আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় পারিবারিক সহিংসতায় একজন নারী মারা যায়।
এ বছরের গোড়ার দিকে আর্জেন্টিনার সরকার নারীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। উগ্র পুরুষদের হাতে ইলেকট্রনিক ট্যাগ পরানোর পরিকল্পনা করা হয়েছে। নির্যাতনের শিকার মহিলাদের জন্য নিরাপদ আশ্রয়ের জায়গা বাড়ানো হচ্ছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনায় নৃশংস ধর্ষণে কিশোরীর মৃত্যু প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে নারী সমাজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ