Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ক্ষুদ্র উদ্যোক্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৪:০৫ পিএম

বাগেরহাটে উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশল বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন, ঢাকা বিসিকের প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মহিউদ্দীন।
বাগেরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ শরীফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসেন, উর্ধতন গবেষনা কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ, গবেষনা কর্মকর্তা সুরাইয়া সাবরিনা, প্রশিক্ষণার্থী উদ্যোক্তা মো: আল আমীন, তানজুমান বিথী, সৈয়দ জহিরুল ইসলাম, রেশমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই)। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান ২৫ শতাংশ। আগামী দিনে দেশকে উন্নত করতে হলে এসএমইর বিকল্প নেই।
শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আয়োজনে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন।।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্যোক্তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ