গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সকালে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূর স্বামী রুহুল হোসেন বলেন, আমি ইসলামবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় চাকরি করি। গত মঙ্গলবার রাতে আমার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি শেষ করে সকালে বাসায় এসে দরজা খুলে দেখি আমার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমার স্ত্রী অতিরিক্ত জেদি প্রকৃতির ছিলেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।