মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশে নামল এয়ারবাস এ৩৪০। এটি ছিল প্রথমবারের মতো মহাদেশটিতে কোন বিমানের সফল অবতরণ। আর এতেই ইতিহাসে জায়গা করে নিল এয়ারবাস এ৩৪০। ‘হাই ফ্লাই’ নামের একটি বিমান সংস্থা এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।
অ্যান্টার্কটিকায় তিন ঘণ্টার মতো থেকে এয়ারবাস এ৩৪০ আবার ফিরে আসে কেপটাউনে। মোট ২ হাজার ৫০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হয়েছে বিমানটিকে। অ্যান্টার্কটিকায় একটি ব্লু-আইস রানওয়ে তৈরি করেছে ‘উলফ ফ্যাং’ নামের একটি পর্যটন সংস্থা। উচ্চ প্রশিক্ষণ ছাড়া ওই বিমানবন্দরে বিমান অবতরণ প্রায় অসম্ভব।
তবে সেই চ্যালেঞ্জ সফলভাবে জয় করলেন অ্যান্টার্কটিকায় প্রথম এয়ারবাস এ৩৪০ বিমানের পাইলট ও ক্রুরা। ‘হাই ফ্লাই’ সংস্থা বিমান ও বিমানের ক্রু ভাড়া করে তাদের ইনস্যুরেন্স নিশ্চিত করার পরই এ দুর্দান্ত অভিযান শেষ করেছে। এয়ারবাসটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে যাত্রা শুরু করে। বিমানটি ‘উলফ ফ্যাং’ নামের একটি কোম্পানির জন্য অ্যান্টার্কটিকায় জরুরি রসদ নিয়ে গেছে।
সংস্থাটি অ্যান্টার্কটিকায় পর্যটনসংক্রান্ত ব্যবসা পরিচালনা করে থাকে। ক্রুদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন কার্লস মিরপুরি। তিনি ‘হাই ফ্লাই’ কোম্পানির ভাইস প্রেসিডেন্টও। অ্যান্টার্কটিকায় অবতরণ করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে বিমানটির। সূত্র: সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।