Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরল রেকর্ড পাকিস্তানের : নয় ম্যাচে নয়জন ম্যান অফ দি ম্যাচ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১:৩৯ পিএম

১১ জনের মধ্যে ৯ জন খেলোয়াড় নয় ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। এর আগে এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে আর ঘটেনি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক বিরল রেকর্ড গড়ল পাকিস্তান ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নজির গড়তে সমর্থ হলেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। পাকিস্তান দল তাদের শেষ যে ৯টি ম্যাচে জয় পেয়েছে, তার প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন ক্রিকেটার ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে আগে কখনো এই ঘটনা ঘটেনি। অর্থাৎ ক্রিকেট খেলিয়ে দেশগুলোর ইতিহাসে এটিই প্রথম নজির।

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই পাকিস্তান টি-২০ সিরিজ ৩-০ জিতে নিয়েছে। সেই সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে তারা। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেই পাকিস্তান দল বুঝিয়ে দিয়েছিল, সম্পূর্ণ এক ভিন্ন ধারার ক্রিকেট খেলছে তারা। যেখানে কোনো ব্যক্তি নন, গোটা দল গুরুত্বপূর্ণ। আর তার প্রমাণ পাওয়া গেল তাদের শেষ জেতা ৯টি টি-২০ ম্যাচের ক্ষেত্রে। যেখানে দলের হয়ে ম্যান অফ দি ম্যাচ জিতেছেন ৯ জন আলাদা আলাদা ক্রিকেটার।

১) হায়দার আলি। ২) ফখর জামান। ৩) হাসান আলি। ৪) শোয়েব মালিক। ৫) মোহাম্মদ রিজওয়ান। ৬) আসিফ আলি। ৭) হারিস রউফ। ৮) শাহিন শাহ আফ্রিদি। ৯) মোহাম্মদ হাফিজ। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

Show all comments
  • Amran ২৫ নভেম্বর, ২০২১, ৭:৪২ এএম says : 0
    পাকিস্তান অনেক সুন্দর ক্রিকেট খেলে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যান অফ দি ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ